হুশিয়ার!সাবধান!!!
বঙ্গবন্ধুর অবিনশ্বর শক্তি বলছে
***********
রচনা-মোঃ নূরুজ্জামান মিঞা
লেখক (গীতিকার ও নাট্যকার)
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন
মোবাইলঃ ০১৭৩১৩৫৩৮০১
তাংঃ৪.১.২০১৮ সময়-৪.৫০-৫.০৮বিকাল
বঙ্গবন্ধুর অবিনশ্বর শক্তি ডাকিছে বাংলায়
তোমরা কোথায় কোথায়!!!
ত্রিশ লক্ষ শহিদান করছে আর্তনাদ
তোমরা কি ভুলেছো আমায়?
দুই লক্ষ মা বোনের সম্ভ্রম করছে হায় হায়
আজো কেন ৭১,৭৫ এর ইঙ্গিত পাই।।
জনতার পাশে এখন তোমরা কেন নাই
কথার প্রদীপ জ্বালছো শুধু, কাজের বেলা নাই,
শেখ হাসিনা একা একা করবে কতো বলো
সময় থাকতে যাও এগিয়ে ঘরে ঘরে চলো;
ওদের মত তোমরা করো যদি দুর্নীতি সন্ত্রাস
হও লুটেরা তবে তোমাদের তফাৎ বলো কোথায়।।
মানুষের মাঝে এখন তোমাদের দেখতে চাই
বঙ্গবন্ধুর প্রেমের ছোঁয়া, যেনো দেখতে পাই,
অপহরণ ধর্ষণ হত্যা বন্দ করতে হবে
স্বাধীনতার মূল্য তাদের বুঝে দিতে হবে;
শোকে দুঃখে তাদের মাঝে ফুটাও ভালোবাসার ফুল
দেশ প্রেমিক হওরে সবাই বঙ্গবন্ধুর বাংলায়।।