সভ্যতার পথিক ( কবিতা )
আলোকবর্ষ ধরে হেঁটে চলেছি, – সভ্যতার পথে পথে, কোথাও পা রেঙেছে লাল রক্তে কোথাও গরম বালিতে পুরেছে কোথাও আবার কোমল দূর্বা ঘাস আলিঙ্গন করেছে আমায়। এক দণ্ড বিশ্রাম নেই নি, – চোখ কান খোলা রেখে আজও এই বর্তমান সভ্যতার পথে চলেছি। কত ভাঙা গড়ার খেলা দেখেছি। ধর্ম অধর্মের ইতিহাস লিখে গেছে কত মানী জন সে … Read more